বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে মেসি-রোনালদোদের লা-লিগা

সোমবার :: ২৬.০৩.২০১৮

মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশের ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোদের লা লিগা কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুকে বাংলাদেশের পতাকার ছবি দিয়ে লিখেছে, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। পোস্টটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। মাত্র ১ ঘন্টায় পোস্টটি প্রায় ৩ হাজার শেয়ার হয়েছে, লাইক পড়েছে ১৫ হাজারেরও বেশি এবং কমেন্টে বাংলাদেশকে শুভেচ্ছা জানাচ্ছে সবাই। বাংলাদেশিরা লা লিগা কর্তৃপক্ষকেও সম্মান দেওয়ার জন্য জানাচ্ছে ধন্যবাদ।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …