বলিভিয়ায় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মঙ্গলবার :: ০৩.০৪.২০১৮

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৮। তবে এতে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় গতকাল ভূমিকম্পটি তারিজা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠের ৫৬২ কিলোমিটার গভীরে আঘাত হানে। দেশটির ভূ-কম্পন পর্যবেক্ষক সংস্থা জানায়, এটি বলিভিয়ার ইতিহাসে শক্তিশালী ভূমিকম্প। এর আঘাতে পুরো দেশ কেঁপে ওঠে। এদিকে ব্রাজিলের সাও পাওলো ও ব্রাসেলিয়া শহরে এর কম্পন অনুভূত হলে মানুষ ঘড়বাড়ি ছেড়ে বাহিরে বেরিয়ে আসে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …