শনিবার ঃঃ ১৫.০৭.২০১৭
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বন্যা দুর্গত মানুষ যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরবে, ততক্ষণ পর্যন্ত ত্রাণ তৎপরতা চলবে। একটি মানুষও না খেয়ে মরবে না উল্লেখ করে তিনি বলেন, সরকার সার্বক্ষণিক বন্যা দূর্গতদের পাশে থাকবে। ত্রাণমন্ত্রী আজ সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত এক সভায় একথা বলেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে কোন অনিয়ম ও বন্যা পরবর্তি পূনর্বাসন প্রক্রিয়ায় যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ তালিকায় যদি মন্ত্রী, দলের নেতা ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাও থাকে তারাও রক্ষা পাবে না।
Check Also
জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু
১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …