বুধবার:: ১৬.০৮.২০১৭
চলমান বন্যায় দেশে খাদ্য সঙ্কট দেখা দেবে না উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, খাদ্য সমস্যা মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, দেশে চালের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারেও চালের দাম বেশি। বর্তমান যে খাদ্যের সমস্যা হয়েছে এ জন্য বেশি দামে চাল আমদানি করতে হচ্ছে। তবে এতে সরকারের তেমন কোনো সমস্যা হবে না।