শুক্রবার::২৫-০৮-২০১৭
শাহনেয়ামতুল্লাহ কলেজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর ভেজালিপাড়া, সুন্দরপুর ও ঘোড়াপাখিয়া ইউনিয়নের জামাইপাড়া এলাকার বর্ন্যাতদের মাঝে ত্রাণ বিতরণ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। এসময় সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহজামাল, প্রদর্শক তাজিমুল হক, শাহনেয়ামতুল্লাহ কলেজের অর্নাস ৩য় বর্ষের শিক্ষার্থী নাজিম আলী, ডিগ্রি ২য় বর্ষের মাহাদী ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য চরমোহনপুর ভেজালিপাড়া এলাকার ৫টি পরিবার ও সুন্দরপুর ও ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪৫টি পরিবারের মাঝে শুকনো খাবার চিড়া, ডাল, চাল,আলু ,লবন, মোমবাতি ও ম্যাচ বিতরণ করা হয়। অপরদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে চাঁপাইনবাবগঞ্জের একটি বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোগে বন্যাদূর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ দিনভর গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার ১ হাজার বানভাসি মানুষের মাঝে ৫ কেজি করে চাউল, ১ কেজি করে চিড়া, ২৫০ গ্রাম করে গুড়, ২টি করে খাবার স্যালাইন, ২শ’ করে নগদ টাকা বিতরণ করা হয়।