বন্যপ্রাণি না থাকলে মানুষের অস্তিত্ব থাকবে না বলেছেন, বনমন্ত্রী।

শনিবার ০৪.০৩.২০১৭

 

বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বন্যপ্রাণি রক্ষায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতে হবে। আমরা যে যেখানে আছি সেখান থেকেই দায়িত্ব পালন করতে হবে। এসময় তিনি বলেন, বন্যপ্রাণিকে টিকে থাকার জন্য মানুষের প্রয়োজন নেই, বন্যপ্রাণি না থাকলে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই মানুষকে সবুজে শ্যামলে প্রকৃতির সাথে বাঁচতে বন্যপ্রাণি টিকিয়ে রাখার কোনো বিকল্প নেই। বিশ্ব বন্যপ্রাণি দিবস ২০১৭ উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে হৈমন্তী মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বনমন্ত্রী বলেন, দিন দিন বিভিন্ন বন্যপ্রাণি আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে যে যেখানে যে পেশায় রয়েছেন, তার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। তিনি বণ্যপ্রাণি সংরক্ষণে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …