সোমবার::১৩.০২.২০১৭
দেশের ২০টি কোম্পানি সকল ধরণের ওষুধ উৎপাদন বন্ধই থাকছে। মানসম্মত ওষুধ উৎপন্ন না করায় এ সকল কোম্পানির লাইসেন্সও বাতিল করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ১৪টি কোম্পানির সকল ধরণের এন্টিবায়োটিক উৎপাদনও বন্ধ থাকবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন। রায়ে আদালত ৫ সদস্যের একটি কমিটি গঠন করে দেয়। এই সব ওষুধ কোম্পানি জিএমপি নীতিমালা অনুসরণ করে ওষুধ উৎপাদন করছে কিনা, সে বিষয়টি এ কমিটিকে দেখভাল করতে বলা হয়েছে। কমিটির প্রধান হবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধি।