বৃহস্পতিবার :: ২৯.০৩.২০১৮
বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আগামী এপ্রিলে মহাকাশে উৎক্ষেপণের লক্ষ্যে আজ ফ্রান্স থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পাঠানো হচ্ছে। প্রকল্প পরিচালক মোহাম্মদ মেসবাহুজ্জামান জানান, ‘প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস আজ সকালে ফ্রান্সের কানে অবস্থিত ওয়ারহাউস থেকে একটি বিশেষ কার্গো বিমানে করে স্যাটেলাইটটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানোর কথা রয়েছে।