শনিবার::১১.০২.২০১৭
খুব শিগগিরই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ইতিমধ্যে প্রকল্পের ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। পরিকল্পনা মোতাবেক ২০১৭ সালের ডিসেম্বরে নির্ধারিত সময়ে এটি উৎক্ষেপণ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। অবৈধ ভিওআইপি ব্যবসা ৯ শতাংশ কমে এসেছে। খুব দ্রুতই এটা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। আজ টাঙ্গাইলের ঘাটাইলের পাকুটিয়ার সৎসঙ্গ আশ্রমে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ জানান তিনি।