সোমবার:: ১২.১২.২০১৬
বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের জন্য পাওয়া আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের ‘রিকগনিশন অব এক্সিলেন্স’ পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। সচিবালয়ে আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রী এ বৈঠকে সভাপতিত্ব করছেন। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কার হস্তান্তরের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গত ১৩ থেকে ১৭ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ‘আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড, ২০১৬’ এ অংশগ্রহণ করেন। আইটিইউ টেলিকম ওয়ার্ল্ডের প্রদশর্নীতে বাংলাদেশ প্রথমবারের মতো ন্যাশনাল প্যাভিলিয়ন স্থাপন করে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিসহ সামাজিক খাতে সরকারের সাফল্য ও উদ্যোগ বিশ্বের সামনে তুলে ধরে।