রবিবার:: ০৩/০৯/২০১৭
শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের জাবরী উচ্চ বিদ্যালয়ে আন্তঃ ইউনিয়ন বঙ্গবন্ধু টিভি কাপ ফুটবল টুনার্মেন্টের আজ দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় ইঞ্জিনিয়ার ক্রীড়া একাডেমী ২-০ গোলে চকঝগড়– তরুন সংঘকে পরাজিত করে। দলের পক্ষে গোল করেন সামাদ ও নয়ন। ২য় খেলায় মহেষপুর তুষার ফুটবল দল ১-০ গোলে কাচারি বন্ধু গ্রুপকে পরাজিত করে। দলের একমাত্র গোলটি করেন রুহুল। আগামীকালকের খেলায় অংশগ্রহণ করবে গোবরাতলা প্রগতি সংঘ বনাম নাককাটিতলা জননী ক্লাব এবং ব্রাইট স্টার এফসি বনাম গুপ্তমানিক আরবিটি।