শুক্রবার :: ৩০.০৩. ২০১৮
চাঁপাইনবাবগঞ্জের বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু সংলগ্ন ডা.আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার মুখোমুখি হয় চুয়াডাঙ্গা জেলা। খেলায় ৩-১ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল জয় লাভ করেন। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের ওমর বাবু। খেলা শেষে শ্রেষ্ঠ খেলোয়াড়ের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। আগামী ১ এপ্রিল প্রথম সেমিফাইনাল খেলায় মুখোমুখি হবে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল বনাম সিরাজগঞ্জ জেলা দল। আর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২ এপ্রিল। নওগাঁ জেলা বানাম রংপুর জেলা।