বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট তৃতীয় খেলায় সিরাজগঞ্জ জেলার জয়

বৃহস্পতিবার :: ২৯.০৩.২০১৮

চাঁপাইনবাবগঞ্জের বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু সংলগ্ন ডা.আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় খেলা আজ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩ টায় শুরু হওয়া খেলায় মুখোমুখি হয় সিরাজগঞ্জ জেলা বনাম বগুড়া জেলা ক্রীড়া সংস্থা। খেলায় ৩-০ গোলে সিরাজগঞ্জ জেলা দল জয় লাভ করেন। খেলায় প্রথমআর্ধে ২ গোল করেন পায়েল ও পিয়ার। পেনাল্টি থেকে গোল পান পায়েল। দ্বিতীয় আর্ধে আরো একটি গোল করেন পায়েল। আজ খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের পায়েল। খেলা শেষে শ্রেষ্ঠ খেলোয়াড়ের হাতে ক্রেস্ট তুলে দেন টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তফিকুল ইসলাম তোফা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভপতি শফিকুল আলম ভোতাসহ অন্যরা।
খেলায় ধারাভার্ষের দায়িত্বে ছিলেন শরিফুল ইসলাম। আগামীকালের খেলায় মুখোমুখি হবে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল বনাম চুয়াডাঙ্গা জেলা দল।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …