০২.০২.২০২০,রবিবার।
রাজশাহী বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট এর রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের চামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন। আজ সকালে জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক তাদের অফিসে এ চ্যাম্পিয়ান দলকে সংবর্ধনা জানান। অন্যদিকে বেলা ১২টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেয়া হয়। উল্লেখ্য গত ৩১ জানুয়ারি বগুড়া জেলার ধোপপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৭-০ গোলে হারিয়ে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে চাঁপাইনবাবগঞ্জের চামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল।