বুধবার :: ২৮.০৩.২০১৮
চাঁপাইনবাবগঞ্জের বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু সংলগ্ন ডা.আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শুরু হওয়া খেলায় নওগাঁ জেলা দলের মুখোমুখি হয় ঝিনাইদহ জেলা দল। খেলায় ১-০ গোলে নওগাঁ জেলা দল জয় লাভ করেন। খেলায় প্রথম আর্ধে কোন দল গোলের দেখা না পেলেও দ্বিতীয় আর্ধে নওগাঁ জেলা দলের ১১ নং জার্সি পরিহিত খেলোয়াড় কানুনের একমাত্র গোলে জয়ের বেশে মাঠ ছাড়েন নওগাঁ। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের কানুন। খেলা শেষে শ্রেষ্ঠ খেলোয়াড় কানুনের হাতে ক্রেস্ট তুলে দেন টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব তফিকুল ইসলাম তোফা, টুর্ণামেন্ট কমিটির টেকনিক্যাল সদস্য আব্দুল হান্নানসহ অন্যরা। খেলায় ঝিনাইদহের গোলকিপার ২১ নং জার্সি পরিহিত আক্কাস আলী আহত হলে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে এ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। আগামীকালকের খেলায় মুখোমুখি হবে বগুড়া জেলা দল বনাম সিরাজগঞ্জ জেলা দল।