বৃহস্পতিবার ১৭.০৮.২০১৭
শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেনসিডিল এবং অটো ভ্যানসহ ১ জনকে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি রাজশাহী পুঠিয়া থানার গোবিন্দনগর গ্রামের আয়তুল্লাহ মন্ডলের ছেলে আক্কাছ। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খানের নেতৃত্বে একটি দল এরাদত বিশ্বাসটোলা গ্রামের জেন্টুর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় বিশেষ কায়দায় তৈরী অটো ভ্যানে রক্ষিত ১৬০ বোতল ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ আক্কাছকে আটক করা হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র্যাব-৫।