
দুর্দান্ত সময় পার করছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর থেকে রীতিমতো উড়ছে লিওনেল মেসির দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের পর জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বেও। ফলে ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছে আর্জেন্টিনা। ফিফার প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে দেখা যায়, দুয়ে থাকা ফ্রান্সের সঙ্গে ব্যবধান বাড়িয়েছে মেসিরা। কয়েক দিন আগেও আর্জেন্টিনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল কিলিয়ান এমবাপ্পের দল। গত জুলাইয়ে প্রকাশিত র্যাংকিংয়ে আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের ব্যবধান ছিল কেবল দশমিক ১৯ পয়েন্টের। কিন্তু এবারের ফিফা উইন্ডোতে ছন্দ হারিয়েছে ফরাসিরা। ইউরো বাছাইয়ে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারালেও প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরেছে জার্মানির কাছে। ফলে ফ্রান্সের সঙ্গে ব্যবধান বাড়িয়ে র্যাংকিংয়ের শীর্ষস্থান আরো মজবুত করল লিওনেল স্কালোনির দল।