বুধবার ঃঃ ১৭.০৫.২০১৭
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ ও ফিল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ রয়েছে। ফিনল্যান্ডের বাজারে বাংলাদেশের তৈরী পোশাক, সিরামিক, চামড়াজাত পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। তবে এ মুহুর্তে দু’দেশের বাণিজ্য খুব বেশি নয়। মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত নিনা ভাসকুনলাথি এর সাথে মতবিনিময়ের সময় এ সব কথা বলেন। তিনি বলেন, গত অর্থ বছরে বাংলাদেশ ফিল্যান্ডে রপ্তানি করেছে ৩২.৭৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, একই সময়ে আমদানি করা হয়েছে ৮৪.৬০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। ফিনল্যান্ড সরকার সহযোগিতা করলে বাংলাদেশের পণ্য রপ্তানি বৃদ্ধি করা সম্ভব।