পয়লা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে

মঙ্গলবার :: ০৩.০৪.২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পয়লা বৈশাখের সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। ইভটিজিং বন্ধে পয়লা বৈশাখের অনুষ্ঠান স্থলসহ আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পয়লা বৈশাখ ও নববর্ষ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শোভাযাত্রায় ভুভুজেলা বাজানো যাবে না। মুখোশ হাতে রেখে শোভাযাত্রায় অংশ নিতে হবে। অংশগ্রহণকারীরা কেউ মুখোশ ব্যবহার করতে পারবেন না।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …