মঙ্গলবার :: ১৭.০৪.২০১৮
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে ইউনিট-১এ লিফট প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী মাচা পদ্ধতিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রশিক্ষণটির উদ্বোধন করেন প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন লিফট প্রকল্পের ফোকাল পার্সন মু. তাকিউর রহমান, রিজিওন্যাল ম্যানেজার বাশার উদ্দীন, শাখা ব্যবস্থাপক মোজাম্মেল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হারুনুর রশিদ, খামার টেকনিশিয়ান জামাল উদ্দীনসহ প্রশিক্ষর্ণীরা। শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের পরাণপুর গ্রামে ৫০ জন সদস্যকে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এসময় সদস্যদের মাঝে মাচা পদ্ধতিতে ছাগল পালন বিষয়ে বিভিন্ন পরামর্শ ও প্রায় ১ হাজার নেপিয়ার ঘাসের কাটিং বিতরণ করা হয়।