সোমবার :: ১২.০৩.২০১৮
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ইউনিট সমূহের মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক হাসিব হোসেন এবং সভা পরিচালনা করেন পরিচালক মুখলেশুর রহমান। সভার রেজুলেশন পাঠ করেন কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান। মাসিক কর্মী সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন জৈষ্ঠ্য উপ-পরিচালক নাসের উদ্দীন সজল, সহকারী পরিচালক তাজেমুল হক, সহকারী পরিচালক নিরিক্ষণ আবুল খায়ের খান, সহকারী কর্মসূচী ব্যবস্থাপক ফিরোজ আলম, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক তানভির আহমেদ রিয়াদ, রেডিও মহানন্দার ষ্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসসহ ইউনিটের আঞ্চলিক ব্যবস্থাপক, ইউনিট ব্যবস্থাপক, মৎস্য কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ।