প্রয়াসের উদ্যোগে ৪৫০টি ছাগলকে পিপিআর টিকা ও কৃমিনাশক প্রদান

মঙ্গলবার :: ১০.০৪.২০১৮

প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে লিফট প্রকল্পের আওতায় ৪৫০টি ছাগলের মাঝে পিপিআর টিকা ও কৃমিনাশক প্রদান করা হয়েছে। আজ সকালে গোদাগাড়ি উপজেলার মোহনপুর ইউনিয়নের সিধনা গ্রামের ৪৫০টি ছাগলকে এই টিকা ও কৃমিনাশক প্রদান করা হয়। এসময় প্রয়াসের ইউনিট-১২ চরঅনুপনগরের শাখা ব্যবস্থাপক আশরাফুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হারুনুর রশিদ, খামার টেকনিশিয়ান জামাল উদ্দীনসহ সেবাগ্রহীতারা। উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল ইউনিট-১ এর আওতায় পরাণপুরে এই টিকা ও কৃমিণাশক প্রদান করা হবে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …