মঙ্গলবার :: ০২.০১.২০১৮
পল্লী কর্ম উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে কুয়েত গুডউইল ফান্ড (কে.জি.এফ) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে “পাওয়ার স্প্রেয়ার মেশিন” বিতরণ করা হয়েছে। আজ বিকেলে বেলেপুকুরের নকিব হোসেন মিলনায়তনে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হোদা। এসময় তিনি পাওয়ার স্প্রেয়ার মেশিনের ব্যবহার সম্পর্কে বলেন চাঁপাইনবাবগঞ্জ আমের জন্যই বিখ্যাত। আম চাষের জন্য আমরা অনেকবার স্প্রে করতে হয় । স্প্রে এর উপকরন হিসেবেই যথাপযুক্ত ইনফরমালিন মাপার জন্য এই মেশিনগুলো দেওয়া হচ্ছে। আমরা যদি লাভ করতে চাই তাহলে অবশ্যই এর উৎপাদনখরচ আমাদের কমাতে হবে এবং সেইসাথে সাস্থ্যসম্মত ও রপ্তানিযোগ্য আম উৎপাদন হয় সেদিকে নজর রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আঞ্চলিক উদ্যানতত্ব ও গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড: হামিম রেজা বলেন আজকে যা বিতরন করা হচ্ছে তা যেন যথাযথভাবে বিতরন করা হয়। তিনি আরো বলেন আপনি শুধু আম এর জন্য এটি স্প্রে করতে পারবেন না অন্যান্য ফসলে ব্যবহার করতে পারবেন। সময়মতো কাজ না করলে ফলন বিপর্যয়ে ঘটবে। এই জিনিসগুলো ব্যবহারের পাশাপশি উন্নত জাতের ফলনশীল জাত লাগাতে হবে। সভাপতির বক্তব্যে প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন বলেন আমরা বিষ নিচ্ছে কিন্তু কোনটি খাবার উপযোগী আর কোনটি না সেই কথা আপনাদের মনে রাখতে হবে। আগামী দিনগুলো জয় করা আমাদের কাজ। আজ যে জিনিস দেখছেন কাল এর থেকে ভালো কিছু দেখবেন তবে এটি আমার আপনার সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে হবে। সবাই মিলে একসাথে কাজ করি নিজের জন্য এবং সমাজের জন্য। এসময় আরো উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউপিপি উজ্জীবীত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফারুক আহমেদ, কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা আতাউর রহমানসহ অন্যন্যরা। উল্লেখ্য, অনুষ্ঠানে ৪০ জন কৃষক- কৃষাণীর মাঝে পাওয়ার স্প্রেয়ার মেশিন বিতরন করা হয়।