রবিবার::১৯.০২.২০১৭
জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিটের আওতায় ইউনিট ২ মহারাজপুরে, ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ প্রশিক্ষণের চাষি পর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদনের কলা-কৌশল বিষয়ে আলোচনা করা হয়। প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উদ্যান প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ জহুরুল ইসলাম ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মেহেদী হাসান। আগামীকাল ২য় ও শেষ দিনের প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ড. আমিনুজ্জামান ও আঞ্চলিক উদ্যানত্ব গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দীন। প্রশিক্ষণটি পরিচালনা করেন কৃষিবিদ আতাউর রহমান ও সার্বিক দায়িত্বে ছিলেন রেজাউল করিম। উল্লেখ্য, ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে।