মঙ্গলবার ঃঃ ২০.০৩.২০১৭
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রাণিসম্পদ ইউনিটের আওতায় ইউনিট ৪, চৌডালায় মাচা পদ্ধতিতে ছাগল পালন বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। প্রশিক্ষনের উদ্ধোধনী দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার কামাল। প্রশিক্ষনে বিশেষ অতিথি হিসেবে সদস্যদের বিভিন্ন উন্নয়নমুলক কাজের দিক নির্দেশনা দেন প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক ও ইউনিট ব্যবস্থাপক তরিকুল ইসলাম। প্রশিক্ষক ছাগলের বিভিন্ন রোগ বালাই ও মাচাই ছাগল পালনের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য ২০১৬- ১৭ অর্থবছরে প্রয়াসের উদ্যোগে ইতোমধ্যে ৪ ব্যাচে মোট ১০০ জনকে এ বিষয়ের উপর প্রশিক্ষন দেয়া হয়েছে।