বুধবার ঃঃ ০৮.০৩.২০১৭
ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নে আজ থেকে শুরু হয়েছে দুই দিনের মাচা পদ্ধতিতে ছাগল পালন প্রশিক্ষন। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউপিপি উজ্জীবিত প্রকল্পের আওতায় এ প্রশিক্ষনে গ্রামীন রাস্তা সংরক্ষন কাজে নিয়োজিত উপজেলার ৪টি ইউনিয়নের ২৫ জন হতদরিদ্র নারী অংশ নিচ্ছেন। আজ সকালে জামবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসফিকুল ইসলাম তারা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারি পরিচালক তাজেমুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী ফারুক আহমেদ, আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুস সালাম, প্রকল্পের প্রোগ্রাম অফিসার হাবিবুর রহমান ও ওবাইদুল হক। দুইদিনের প্রশিক্ষনে প্রশিক্ষক হিসাবে দ্বায়িত্ব পালন করছেন ভোলাহাট উপজেলার প্রানী সম্পদ কর্মকর্তা আল মামুন হোসেন ও প্রয়াসের প্রানী সম্পদ কর্মকর্তা শাহরিয়ার কামাল।