শুক্রবারঃ ১৩.০১.২০১৭
জেলার অন্যতম উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আজ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের এরশাদ নগর এলাকার দক্ষিন শহরের এমপি ওদুদ পার্কে বনভোজন অনুষ্ঠিত হয়। সকালে তীব্র ঠান্ডাকে উপেক্ষা করে সবাই বনভোজন স্থানে উপস্থিত হন। সকালের নাস্তা খাওয়ার মাধ্যমে শুরু হয় বনভোজনের ১ম পর্ব। এরপর সবার অংশগ্রহনে শুরু হয় ক্রিকেট ম্যাচ এবং এদিকে চলে দুপুরে রান্নার আয়োজন। মধ্যাহ্ন ভোজের পর বিভিন্ন ধরনের খেলা ও সাংস্কৃতিক পর্ব শুরু হয়। সবশেষে লটারির ড্র অনুষ্ঠিত হয়। বনভোজনে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম, নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক শাহ আজাদ ইকবাল, ট্রেজারার প্রশান্ত কুমার সাহা, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসসহ প্রয়াস, রেডিও মহানন্দা, প্রয়াস ফোক থিয়েটার ইন্সিটিটিউট ও দৈনিক গৌড় বাংলার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহন করেন।