মঙ্গলবার :: ০৩.১২.২০১৯।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক সমিতির (নজেকশিস) প্রয়াত ৩ সদস্যের নমিনীদের মাঝে ১০ লাখ ২৪ হাজার টাকা সমিতির নিজস্ব অনুদানের চেক প্রদান করা হয়েছে। আজ সকালে শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসী। সমিতির সভাপতি ও শাহনেয়ামতুল্লাহ কলেজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান, আলাবক্স মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও নজেকশিস সাধারণ সম্পাদক আতাউর রহমান, শাহনেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ শরিফুল আলম, নামোশংকরবাটী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মতিউর রহমানসহ অন্যরা।