শনিবার :: ০২.১২.২০১৭
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের দাফন সম্পন্ন হয়েছে। আজ বিকেল পাঁচটায় বনানীর কবরস্থানে তার মায়ের পাশে ছেলের কবরে সমাহিত করা হয় তাকে। এ সময় তার পরিবারের সদস্য, নিকটাত্মীয়, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সবস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এর আগে বিকেল সোয়া চারটায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে তার নামাজে জানাজা হয়। আজ বাংলাদেশ সময় বেলা ১টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আনিসুল হকের মরদেহ।