প্রায় ৪০ ঘন্টা পর বিদ্যুৎ সংযোগ গোমস্তাপুর ও নাচোলে।

শনিবারঃ ১২.০৮.২০১৭

প্রাকৃতিক দুর্যোগের কারনে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন বিকল হয়ে যাওয়ায় প্রায় ৪০ ঘন্টার পর গোমস্তাপুর ও নাচোল উপজেলায় আজ দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বজ্রপাতের কারণে ওই বিদ্যুৎ সঞ্চালন লাইনের ১৭ টি ইনসুলেটর বিস্ফোরণ হয়ে দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর মধ্যে গতকাল রাত পৌণে ১২টার দিকে বিদ্যুৎ এলেও প্রায় ২ ঘন্টা চালু থাকার পর আবারও বজ্রপাতের কারনে কয়েকটি ইনসুলেটর ক্ষতিগ্রস্থ হওয়ায় পুণরায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গোমস্তাপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের ১৭টি স্থানে বজ্রপাতের কারনে ইনসুলেটর ক্ষতিগ্রস্থ হওয়ায় গোমস্তাপুর ও নাচোল উপজেলা সদরসহ কয়েকটি ইউনিয়ন প্রায় ৪০ ঘন্টা বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। ক্ষতিগ্রস্থ ইনসুলেটরগুলো পরিবর্তন করে আজ দুপুর থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুণরায় চালু করা হয়েছে। তিনি আরোও জানান, নির্মিতব্য আমনুরা-নাচোল-রহনপুর নতুন বিদ্যুত সঞ্চালন লাইন চালু হলে এ দূর্ভোগ থাকবে না বলে তিনি জানান। এ দিকে টানা ৪০ ঘন্টা বিদ্যুৎ না থাকায় এলাকায় ব্যপক জন দুর্ভোগের সৃষ্টি হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …