প্রাথমিকে প্রধান শিক্ষক বদলির আবেদন স্থগিত

আগামীকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) থেকে সারাদেশে সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক বদলির অনলাইন আবেদন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এর একদিন আগে আজ বুধবার সেই বদলির কার্যক্রম স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক আদেশ জারি করে বদলির কার্যক্রম স্থগিত করা হয়েছে। কেন বদলির আবেদন স্থগিত করা হয়েছে সে কারণ জানানো হয়নি। অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, একই উপজেলা ও থানার মধ্যে অনলাইনে প্রধান শিক্ষকদের বদলির কার্যক্রম নির্দেশক্রমে স্থগিত করা হলো। অধিদপ্তরের প্রশাসন শাখার কর্মকর্তারা বলছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় তা স্থগিত করা হয়েছে। স্থগিতের কারণ মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top