সেচ্ছাসেবক নিয়োগ ও প্রশিক্ষণ-২০১৩
২০১৩ সালে ৯৪ জন আবেদনকারীর মধ্য হতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ৩৫ জন সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, যাদের তিনটি পর্যায়ে ২০-২৪ সেপ্টেম্বর, ২১-২৫ অক্টোবর এবং ২১-২৫ নভেম্বর প্রশিক্ষণ দেয়া হয়।
সময়কাল প্রশিক্ষণের বিষয় আয়োজক অংশগ্রহণকারীঃ
২৯ জানুয়ারিঃ নিবিড় প্রাথমিক শিক্ষা কর্মসূচি বিষয়ক উদ্ভাবনী অনুষ্ঠান সম্প্রচার, জাইকা ও বিএনএনআরসি, মনিরুল ও তাকিউর ।
২৩-২৫ মার্চঃ কিশোর ও যুব-নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্ল্যান বাংলাদেশ ও বিএনএনআরসি ইসমিতা সারমিন সুলতানা ও মুহাইমেন।
০৩-২১ জুনঃ International Visitor Leadership Program On Community Radio, ডিপার্টমেন্ট অফ স্টেট এর আয়োজন ও ব্যবস্থাপনায় (যুক্তরাষ্ট্র), মোঃ হাসিব হোসেন।
৯-১১ জুনঃ কমিউনিটি রেডিও টেকসই, শক্তিশালী, ও গতিশীল করণ রেডিও মহানন্দা, সেমকা, বিএনএনআরসি ১৩ টি কমিউনিটি রেডিওর ২ জন করে প্রতিনিধি।
১০ জুনঃ অডিও কনটেন্ট উন্নয়ন বিষয়ক কর্মশালা ঢাকা আহ্ছানিয়া মিশন সুকতারা আক্তার মৌ।
১৪-১৬ঃ জুলাই রির্পোটিং ইফেক্টিবলি অন নিউট্রিশন এমআরডিআই, বিএনএনআরসি আহমেদ মঈন।
২৪-২৭ জুলাইঃ কমিউনিটি রেডিও পরিচালনা বিষয়ক বিএনএনআরসি, রেডিও পল্লীকন্ঠ নাসেরউদ্দীন স্বজল ও তাকিউর ।
২৯ জুলাই- ১ আগষ্টঃ কমিউনিটি মোবিলাইজেশন এবং শ্রোতা গবেষণা বিএনএনআরসি, রেডিও ঝিনুক মনিরুল ও নয়ন।
১ সেপ্টেম্বরঃ Pioneering, Connecting & Empowering Voices for Change. ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও বিএনএনআরসি, মোঃ হাসিব হোসেন, ইমতিয়ার ফেরদৌস সুইট, তাকিউর ও রেজাউল।
২০-২৪ সেপ্টেম্বর Basic Radio Journalism and Reporting, রেডিও মহানন্দা ও সিসিডি ৩৬ জন সেচ্ছাসেবক।
২১-২৫ অক্টোবরঃ Radio Reporting and News Presentation রেডিও মহানন্দা ও সিসিডি ৩৬ জন সেচ্ছাসেবক।
২১-২৫ নভেম্বরঃ Radio Programs & Presentation রেডিও মহানন্দা ও সিসিডি ৩৬ জন সেচ্ছাসেবক।
২৫-২৭ নভেম্বরঃ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট টুলকিটস বিএনএনআরসি মোঃ হাসিব হোসেন ও তাকিউর ।