বৃহস্পতিবার :: ১৪.০৩.২০১৮
ভোলাহাট উপজেলা প্রশাসন আয়োজিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ময়ামারী গ্রামে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বিকেলে প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মামুদুল হাসান এগুলো বিতরণ করেন। এ সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২০টি পরিবারকে বিনামূল্যে ১ বান ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি। উল্লেখ্য, গত ৩ মার্চ বিকেল ৫টায় উপজেলার ময়ামারী গ্রামে অগ্নিকান্ডে ২০টি পরিবার ক্ষতির শিকার হয়। ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার আব্দুল¬াহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলি মুনিমুল হক, সংশি¬ষ্ট ইউপি সদস্য আব্দুল বারীসহ অন্যরা। এর পরে জেলা প্রশাসক মাহমুদুল হাসান ১০ টাকা মূল্যে চাল বিক্রয় যথাযথ হচ্ছে কি না তা তদারকি করতে পোলাডাংগা, পুরাতন বাসষ্ট্যান্ড গিয়ে পরিদর্শণ করেন। পরে ভোলাহাট থানা পরিদর্শণ করেন।