শনিবার ঃঃ ১৮.০৩.২০১৭
আগামী ৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত থেকে ফেরার পর ১৯ এপ্রিল দ্বিপাক্ষিক সফরে ভুটান যাবেন তিনি। তার এই সফরে দুদেশের মধ্যে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট ও হাইড্রোপাওয়ার সহযোগিতা গুরুত্ব পাবে। একই সঙ্গে দু-দেশের যৌথ উদ্যোগে আয়োজিত অটিজম বিষয়ক সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মূলত দ্বিপাক্ষিক সফরে ভুটান যাবেন প্রধানমন্ত্রী। ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হবে অটিজম বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলন।