বুধবার ঃঃ ১৫.০৩.২০১৭
শততম টেস্টের প্রথম দিনেই উল্টো রুপে দেখা দিল মুশফিক বাহিনী। গল টেস্টের সেই বিপর্যস্ত বাংলাদেশকে আজ চেনা যাচ্ছিল না। বোলিং-ফিল্ডিংয়ে অসাধারণ নিয়ন্ত্রণ। টাইগারদের বোলিং দাপটে গল টেস্টের সেই দূর্দান্ত প্রতাপশালী শ্রীলঙ্কাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পি সারা ওভালে। বাংলাদেশের জন্য ‘আতঙ্কের’ মাঠ পি সারা ওভালের উইকেট ব্যাটিং সহায়ক- এটা ছিল খোদ লঙ্কান অধিনায়কের ভাষ্য। সেই উইকেটে টসে জিতে ব্যাট করতে নেমে এমন বিপর্যয়ে পড়তে হবে তা ভাবেননি রঙ্গনা হেরাথ। এক পর্যায়ে অলআউট হওয়ার শঙ্কা জাগলেও টেল এন্ডারদের উপর ভর করে ৭ উইকেটে ২৩৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা।