প্রথমবার একসঙ্গে পরীমণি-বুবলী

প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে দেখা যাবে অভিনেত্রী পরীমণি ও শবনম ইয়াসমীন বুবলীকে। সিনেমার নাম ‘খেলা হবে’। এটি পরিচালনা করবেন নির্মাতা তানিম রহমান। সিনেমার বিষয়ে দুজনের একজনও এখনও মুখ খোলেননি। তবে তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করতে হবে। পরীমণি-বুবলী ছাড়াও এ সিনেমায় অভিনয় করবেন মুশফিকুর রহমান। এছাড়া আছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চুসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে টিএম ফিল্মস। ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠানটির পেজে জানানো হয়, তানিম রহমান অংশু একটি সিনেমা বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। অক্টোবরে সিনেমাটির শুটিং হওয়ার কথা আছে ভারতে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমতিও মিলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top