বুধবার::০৪.০১.২০১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় হবে। সরকারি উদ্যোগের পাশপাশি বেসরকারি উদ্যেগেও করা হবে। আজ গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষিত জনগোষ্ঠি দরকার। শিক্ষিত জনগোষ্ঠি ছাড়া কোনো দেশ দারিদ্রমুক্ত হতে পারে না। এসময় তিনি আরো বলেন, আমাদের সিদ্ধান্ত হচ্ছে প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় করা হবে।