সোমবার :: ০২.১২.২০১৯।
তেল বিক্রির কমিশন বাড়ানোসহ ১৫ দফা দাবিতে শুরু হওয়া পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ সকালে রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লিয়াজোঁ কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে পেট্রোল পাম্প মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। গতকাল শুরু হওয়া অনির্দিষ্টকালের পেট্রোল পাম্প ধর্মঘটের কারণে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ২৬ জেলায় তেলচালিত যানবাহনের চলাচল প্রায় বন্ধ ছিল।