সোমবার :: ০২.০৪.২০১৮
চীনের অকার্যকর হয়ে পড়া মহাশূন্য ল্যাব তিয়াংগং-১ পৃথিবীর বায়ুম-লে প্রবেশকালে অনেকাংশে ভেঙে গেছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সোজাসুজি ওপরের দিক দিয়ে সেটি পৃথিবীতে প্রবেশ করেছে বলে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে জানানো হয়েছে। আজ সেটি পৃথিবীর বায়ুম-লে প্রবেশ করে বলে চীনের ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিস জানিয়েছে। মহাশূন্যের কক্ষপথে নানা পরীক্ষা-নিরীক্ষার জন্য ২০১১ সালে তিয়াংগং-১ চালু করা হয়। ২০২২ সালের মধ্যে মহাশূন্যে মনুষ্যনির্মিত স্টেশন নির্মাণে চীনা পদক্ষেপের অংশ হিসেবে এটি তৈরি করা হয়, যা ২০১৬ সালে অকার্যকর হয়ে পড়ে। তিয়াংগং-১ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপরে বায়ুম-ল দিয়ে পৃথিবীতে প্রবেশ করলেও ঠিক কোন দিক দিয়ে সেটি প্রবেশ করছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।