পৃথিবীতে আছড়ে পড়ছে চীনের মহাশূন্য ল্যাব

সোমবার :: ০২.০৪.২০১৮

চীনের অকার্যকর হয়ে পড়া মহাশূন্য ল্যাব তিয়াংগং-১ পৃথিবীর বায়ুম-লে প্রবেশকালে অনেকাংশে ভেঙে গেছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সোজাসুজি ওপরের দিক দিয়ে সেটি পৃথিবীতে প্রবেশ করেছে বলে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে জানানো হয়েছে। আজ সেটি পৃথিবীর বায়ুম-লে প্রবেশ করে বলে চীনের ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিস জানিয়েছে। মহাশূন্যের কক্ষপথে নানা পরীক্ষা-নিরীক্ষার জন্য ২০১১ সালে তিয়াংগং-১ চালু করা হয়। ২০২২ সালের মধ্যে মহাশূন্যে মনুষ্যনির্মিত স্টেশন নির্মাণে চীনা পদক্ষেপের অংশ হিসেবে এটি তৈরি করা হয়, যা ২০১৬ সালে অকার্যকর হয়ে পড়ে। তিয়াংগং-১ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপরে বায়ুম-ল দিয়ে পৃথিবীতে প্রবেশ করলেও ঠিক কোন দিক দিয়ে সেটি প্রবেশ করছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …