মঙ্গলবার ঃঃ ২০.০৩.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২টি চাল কলে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের পেশকার আবু তাহের ডলার জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে, আজ বিকেল ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২ টি চাল কলে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপর অভিযানে, নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। বিকেল ৪টায় আরো একটি চাল কলে চালানো ওই অভিযানে একই অপরাধে একই আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ২টি অভিযানে আরও উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর, রাজশাহী’র পরিদর্শক মির্জা শরিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পুলিশের এসআই রজব আলীসহ অন্যরা। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ক্ষমতাবলে এই দ- প্রদান করা হয়।