সোমবার::১৯:০৬:২০১৭
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে আজ গোয়েন্দা পুলিশ ও বিজিবি মাদকদ্রব্য উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, ভোর সাড়ে পাঁচটায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহানন্দা বাসস্ট্যান্ড সড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এসময় সেখান হতে গোদাগাড়ী উপজেলার ভাসপুর গ্রামের মৃত. আসাদুজ্জামানের ছেলে মিজানুর রহমানকে ২শ’ পিস ইয়াবা ও ৬০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
এদিকে, শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের বালুঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৫শ’ ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ৯ বিজিবি। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ ভোর রাতে নায়েব সুবেদার ইয়ারুল হকের নেতৃত্বে মনাকষা বিওপির একটি টহল দল পদ্মা নদীর চরে কাঁশবনের মধ্যে ফাঁদ পেতে বসে থাকে। এ সময় চোরাকারবারী টহল দলের উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। এসময় বস্তা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।