২৬.০১.২০২০, রবিবার।
আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানে ২০২০ সালে জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফরে ছিলো না কোনো ওয়ানডে ম্যাচ। একটি টেস্টের সঙ্গে ৫টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসার কথা ছিলো জিম্বাবুয়ের। নানান জটিলতায় অনিশ্চয়তার মুখেই পড়ে গিয়েছিল এ সফরটি। তবে শেষ পর্যন্ত আলোর মুখ দেখছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের এ লড়াই। যেখানে ৫ টি- টোয়েন্টির বদলে খেলা হবে ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি, সঙ্গে থাকছে একমাত্র টেস্ট। আজ দুপুরে এ সিরিজের সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।