পুলিশ এখন জনগণের বন্ধুতে পরিণত হয়েছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার :: ১৪.০৪.২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমানে জনগণের বন্ধু হিসেবে পরিণত হয়েছে পুলিশ। আজ রাজধানীর রমনা পার্কে পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংগীত আয়োজনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। আজ সকাল সাড়ে ১০টা ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অনুষ্ঠান সংগীত ‘আলোকের এই ঝর্ণা ধারায়’ শুরু হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশের বর্ষবরণের অনুষ্ঠানে মানুষের ঢল নেমেছে। পুলিশ তাদের নিরাপত্তায় নিয়োজিত।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …