শনিবার :: ০৭.০৪.২০১৮
চাঁপাইনবাবগঞ্জে ইভটিজিং এর অভিযোগে গতকাল রাতে দ¦ারিয়াপুর চৌহদ্দিটোলা থেকে ৫ ইভটিজারকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে, রুবেল আলীর ছেলে নাহিদ হাসান, ওমর আলীর ছেলে আখের আলী, মিজানুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম, হাজী আত্তাব আলীর ছেলে মিলন আলী, আব্দুল মোতালেবের ছেলে জাবেদ আলী। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি অপারেশন ইদ্রিস আলী ও এসআই নজরুল ইসলাম জানান, বেশ কিছুদিন থেকেই সে সব এলাকা থেকে অভিযোগ আসছিল ইভটিজিং বা নারীদের উত্ত্যক্তর বিষয়ে। অনেকে স্কুলেও যেতে পারছিলেন না তাদের অত্যাচারে। অভিযোগ পাবার পর আমরা সেসব এলাকাতে সাদা পোশাকে মনিটরিং করি। আর তা থেকেই উত্ত্যক্তকারীদের গতকাল রাতে ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের ইভটিজিং ও নিজেদের মধ্যে মারামারির ঘটনায় গ্রেফতার করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান, ওসি অপারেশন ইদ্রিশ আলী।