পুরো ক্রিকেট বোর্ডই বরখাস্ত করলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী

শিরোপা জেতার স্বপ্ন নিয়েই ২০২৩ বিশ্বকাপ খেলতে এসেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে ৫৫ রানে হারের বাজে পারফরম্যান্সে সেই স্বপ্ন এখন ধ্বংস। এতে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী রোশান রামানসিংহে পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করেছেন। আজ এএফপি জানিয়েছে, ক্রীড়া মন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে অর্ন্তবর্তী চেয়ারম্যান করার কথাও জানিয়েছেন রামানসিংহে। ৭ সদস্যের নতুন প্যানেলে যুক্ত করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি ও সাবেক এক বোর্ড সভাপতিকেও। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সেক্রেটারি মোহন ডি সিলভার পদত্যাগের পরদিনই আসলো এমন রদবদল।
ভারতের বিপক্ষে ৫৫ রানে গুটিয়ে ৩০২ রানে হারের পর পুরো বোর্ডকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন রোশান। কড়া ভাষায় তিনি বলেছিলেন, ‘তাদের স্বেচ্ছায় দায়িত্ব ছাড়া উচিত।’ তবে অপেক্ষা না করে নিজেই উদ্যোগ নিয়ে বোর্ডকে সরিয়ে দিয়েছেন তিনি।
বিশ্বকাপে চরম বাজে খেললেও এখনো গাণিতিক হিসাবে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা টিকে আছে শ্রীলঙ্কার। সাত ম্যাচে দুই জয়ে লঙ্কানদের পয়েন্ট ৮। তবে শেষ দুই ম্যাচ জিতলেও শেষ চারে ওঠা নির্ভর করছে নানা সমীকরণের ওপর। যদিও এতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত হবে দলটির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top