বৃহস্পতিবার :: ২৯.০৩.২০১৮
চাঁপাইনবাবগঞ্জে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। গত মঙ্গলবার থেকে গ্রীনভিউ স্কুলে শুরু হওয়া বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জেলা সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা সিনিয়র, জুনিয়র গ্রুপের ২৯টি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রদর্শন করে। তাদের মধ্যে সিনিয়র গ্রুপে প্রথমস্থান অধিকার করেছে সদর থেকে ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, দ্বিতীয় হয়েছে ভোলাহাট থেকে পল্লিমঙ্গল পলিটেকনিক ইনস্টিটিউ এবং তৃতীয় হয়েছে নাচোল মহিলা কলেজ। অপরদিকে, জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে গোমস্তাপুর থেকে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে সদর থেকে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে নাচোল খম সরকারি উচ্চ বিদ্যালয়। এ ছাড়া বিশেষ গ্রুপে দুটি গ্রুপ অংশগ্রহণ করেছিল। গ্রুপ দুটি হল- গ্রীনভিউ কালেক্টরেট গ্রুপ ও গ্রীন ভিউ বিজ্ঞান ক্লাব। এছাড়ও অলিম্পিয়ার্ড প্রতিযোতিও হয়। আজ দুপুরে সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা আবু হায়াত মোহম্মদ রহমতুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন-সহকারী জেলা শিক্ষা অফিসার মো. মতিউর রহমান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …