পিএসজিতে ‘ইচ্ছার বিরুদ্ধে’ গিয়েছিলেন মেসি 

শৈশবের ক্লাব বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। ২০২১ থেকে ২০২৩ দুটি মৌসুম ফরাসির ক্লাবের হয়ে খেলেছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার ইচ্ছা ছিল না সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের। ফরাসি ক্লাব পিএসজির ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। সেখানে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। এখন পর্যন্ত ৬ ম্যাচে ৯ গোল করেছেন তিনি। শনিবার ভোরে ন্যাশভিল এসসির বিপক্ষে লিগ কাপের ফাইনালের আগে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হন মেসি। সংবাদ সম্মেলনে বার্সা ছেরে পিএসজিতে যোগ দেয়া প্রসঙ্গে মেসি বলেন, ‘আমি আসলে পিএসজিতে যেতে চাইনি। আমি বার্সেলোনাই ছাড়তে চাইনি এবং বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার বিষয়টি আমার জন্য খুব কঠিন ছিল।’ তবে ইন্টার মায়ামিতে চিন্তা ভবনা করেই যোগ দিয়েছেন মেসি। তিনি আরও বলেন, ‘আমি এখানে খুব সুখে আছি। এটা এমন জায়গা, যেখানে আমি আসতে চেয়েছি। এ সিদ্ধান্ত আমরা লম্বা সময় নিয়ে নিয়েছি। এটা এমন নয় যে আজ আর কাল—দুদিন ভেবেই সিদ্ধান্তে পৌঁছেছি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top