বুধবার :: ২১.০৩.২০১৮
শেষ ওভারের নাটকীয়তায় নিদাহাস ট্রফির ফাইনালে হেরে পাকিস্তান সুপার লিগে খেলতে উড়ে গেছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। পিএসএলের প্রথম এলিমিনেটর ম্যাচ গতকাল রাতে মুখোমুখি হয় তাদের দল। সেখানেও শেষ ওভারের নাটকীয়তায় মাহমুদউল্লাহর কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে ১ রানে হারিয়ে টিকে রয়েছে তামিম ইকবালের দল পেশোয়ার জালমি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হয় কোয়েটা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জালমি। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রানে অলআউট হয় জালমি। জবাবে ব্যাটিংয়ে নেমে জয়ের খুব কাছে গিয়েও ১৫৬ রানে থামে মাহমুদউল্লাহর দল কোয়েটা।