পানি খাতে শুদ্ধাচারের দাবিতে সনাকের মানববন্ধন

মঙ্গলবার :: ২৭.০৩.২০১৮

চাঁপাইনবাবগঞ্জে প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত মানববন্ধনে কার্যকর জলবায়ু অভিযোজনে চাই পানি, পানি খাতে শুদ্ধাচার এ প্রতিপাদ্যে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়। সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজার তত্বাবধানে মানবন্ধনে বক্তব্য দেন, তিলোত্তমার প্রকল্প ব্যবস্থাপক শামীমা খাতুন, ব্রাকের জেলা প্রতিনিধি শাহনূর সুলতান, স্বজন এর সদস্য এটিএম শহীদুল আলম, সনাক সদস্য উম্মে সালমা হ্যাপিসহ অন্যানরা। বক্তারা অচিরেই কার্যকর জলবায়ু অভিযোজনে পানি খাতে শুদ্ধতা ও ন্যায্য পানির দাবির আহবান জানান।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …