মঙ্গলবার::২২-০৮-২০১৭
দেশের ২য় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদে পানামা পোর্ট লিংক লিঃ এর পাশের ড্রেনের ব্যবস্থা বেহাল হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমাদের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সরজমিনে গিয়ে দেখেছেন, পানামার ১ নং গেট থেকে ৫ নং গেট পর্যন্ত রাস্তার পার্শে তৈরী করা ড্রেন গরু ছাগলের ময়লা আবর্জনা, দোকানপাট, ও অবৈধ্য স্থাপনার ফলে একে বারে বন্ধ হয়ে গেছে। পানামা সূত্রে জানাগেছে, সরকারীভাবে ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাস্তা ও ড্রেন হলেও স্থানীয় কিছু লোক ময়লা আবর্জনা ফেলে ড্রেন বন্ধ করে দেওয়ায় পানি নিস্কাসন হচ্ছে না। ফলে গাড়ি পারাপার ও শ্রমিকদের চলাফেরা সহ বিভিন্ন অসুবিধা সৃষ্টি হচ্ছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছে পানামা কর্তৃপক্ষ।